Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে রাজবাড়ীতে সেমিনার অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩১শে অক্টোবর সকাল ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সেমিনারে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন মন্ডল, জেলা ড্রাগ ও কেমিস্ট এসোসিয়েশনের সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।