॥আশিকুর রহমান॥ কর্মজীবী কল্যাণ সংস্থা(কেকেএস) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় গতকাল ৩১শে অক্টোবর সকালে রাজবাড়ীতে মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী সাইকেলিং অনুষ্ঠিত হয়েছে। ‘রাজবাড়ী সাইক্লিস্ট’-এর অর্ধ শতাধিক সদস্য এতে অংশ নেন।
এ উপলক্ষ্যে শহরের আজাদী ময়দানে আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু ও কর্মজীবী কল্যাণ সংস্থা-এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে আজাদী ময়দান থেকে ‘রাজবাড়ী সাইক্লিস্ট’-এর সদস্যরা সাইকেলিং শুরু করে শ্রীপুর বাজারে গিয়ে শেষ করেন। আবার সেখান থেকে ঘুরে তারা আজাদী ময়দানে এসে মিলিত হন।
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার বলেন, সুস্থ্য দেহে সুন্দর মন এই লক্ষ্যে শিশু কিশোরদের একটি সুস্থ এবং ক্রীড়ামনস্ক সমাজ গঠনের লক্ষ্যে ‘কেকেএস ও পিকেএসএফ’ রাজবাড়ী জেলায় গত বছর থেকে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে কেকেএস সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে বুধবার ‘কেকেএস সাইকেলিং’ অনুষ্ঠিত হয়।