॥শিহাবুর রহমান॥ জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল ৩০শে অক্টোবর সকালে রাজবাড়ী পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্যানিটেশন মাসের এবারের প্রতিপাদ্য ছিল “পয়ঃবর্জ্যরে সুষ্ঠ ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভবনা”।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর নেতৃত্বে র্যালীটি রাজবাড়ী পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পৌরসভা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও পৌর সচিব মোঃ মাছুদ বক্তব্য দেন।
এ সময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, স্যানিটেশন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বকুলসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সকল পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, পৌরসভার পানি নিস্কাশনের ড্রেনের মধ্যে প্রায় শতাধিক টয়লেটের লাইন দেয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক। এটা জনসাধারণের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি। সেই যেই হোক না কেন এমন কাজ কাউকে করতে দেয়া যাবে না বলে তিনি পৌর কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।