Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩০শে অক্টোবর বেলা ১১টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আলমগীর হুসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীর করিমী, ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ কমিটির অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আগামী ১৮ই নভেম্বর থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় রাজবাড়ী জেলার ৫৫টি কেন্দ্রে মোট ২১হাজার ৭৯৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে রাজবাড়ী সদরে ৬হাজার ৯৫৬জন, বালিয়াকান্দি উপজেলায় ৩হাজার ৮০৮জন, গোয়ালন্দ উপজেলায় ২হাজার ৮১১জন, পাংশা উপজেলায় ৫হাজার ৪৪জন ও কালুখালী উপজেলায় ৩হাজার ১৭৫জন পরীক্ষার্থী রয়েছে।