Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা

॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে গতকাল ৩০শে অক্টোবর সকালে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়কসহ বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, কৃষি অফিসার মাছিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) মোঃ আকামত আলী মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম ও কালুখালী থানার এস.আই ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, বিদেশী সংস্কৃতি ছেড়ে আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা করতে হবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদে না জড়িয়ে দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভার শেষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে।
বিকালে একই স্থানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মেলার দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন।