Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানখানাপুরে ১২ ভুয়া এসএসসি পরীক্ষার্থীর ঘটনায় তদন্ত হচ্ছে

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটে গত ১৮ই নভেম্বর উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২জন ভুয়া এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার হয়।
জানাযায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন বিশ্বাস পরীক্ষার্থীদের পক্ষে ভুয়া ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়। এ ঘটনায় ফরিদপুরের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক উপ-পরিচালক ডঃ আজিজুল হক সরেজমিনে ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করে পুলিশে সোপর্দ করে। উক্ত কেন্দ্র থেকে ১২জনকে আটক করা হয়। রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দা নুুর মহল আশরাফী ১২জন ভুয়া পরিক্ষার্থীকে জেল ও জরিমানা করেন।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাসকে উপ-পরিচালক শোকজ করেন। বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় খানখানাপুর সুরাজ মোহিনী উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্র বাতিল করা হয়। দোষী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ আসাদুজ্জামান উকিল গতকাল ৫ই ফেব্রুয়ারী ঘটনা তদন্তের জন্য ঢাকা থেকে এসে সরেজমিনে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় ফরিদপুরের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক উপ-পরিচালক ডঃ আজিজুল হক উপস্থিত ছিলেন।
খানাখানাপুর এলাকাবাসী শতবর্ষী ঐতিহ্যবাহী সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সুনাম ক্ষুন্ন হওয়ায় দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছে।