॥শাহ্ মোঃ ফারুক হোসেন॥ ফরিদপুর ঝৈরঅল মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজয়ের ফুল’ তৈরীসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ‘বিজয়ের ফুল’ তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার অনুষ্ঠানে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার, সহকারী কমিশনার(ভূমি) মোঃ মনজুর হোসেন, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, অধীর কুমার বিশ্বাস, উজ্জল কুমার বিশ্বাস, নাসিমা আক্তার, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মুনসুর, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অলোকা বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।