Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেল বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়েছে।
গত ২৩শে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারী মাধ্যমিক-১ শাখার উপসচিব আনোয়ারুল হকের ৩৭.০০.০০০০.০৭২.০৬.০৩৮.১৭.২৭২নং পত্রে এই অনুমতি প্রদান করা হয়েছে। এর ফলে আগামী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তি ও পাঠদান করতে পারবে।
এই অনুমতি পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।