Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অস্ত্র মামলার নিরপেক্ষ তদন্তের জন্য এসপি’র নিকট আবেদন

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শফিকুর রহমান খানের পুত্র হোসেন খান (৩০)কে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ গত ২৯শে জানুয়ারী গ্রেফতারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।
গত ২রা ফেব্রুয়ারী হাফেজ শেখের স্ত্রী জেসমিন, ওহাব খানের পুত্র আবুল হাসেম, চান মিয়ার ছেলে আব্দুর রশিদ ও মান্না পাটোয়ারীর স্ত্রী উম্মেহানী ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে পুলিশ সুপারের নিকট দরখাস্ত দাখিল করেন।
তারা জানান, ঘটনার প্রকৃত বিবরণ ২৯শে জানুয়ারী সন্ধ্যা ৬টায় সন্দেহজনকভাবে হোসেন খানকে আটক করে সোয়া ঘন্টা পর তার কাছে অস্ত্র পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার বাদী এস.আই মোঃ ইনায়েত হোসেন নামে উল্লেখিত অফিসার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আলীপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারের মান্নান হার্ডওয়্যারের দোকানে সিমেন্ট ক্রয় করা অবস্থায় দোকানের ভিতর থেকে হোসেন খানকে সাধারণ পোষাকে এক এএসআই আটক করেন। জনসম্মুখে খালি হাত-পায়ে আটকের পর পুলিশের গাড়ীতে উঠিয়ে নিয়ে আলাদীপুর জামাই পাগলের মাজার গেটের সামনে নিয়ে তার কাছে অস্ত্র দিয়ে অস্ত্র মামলার আসামী করে মামলা করা হয়। রাজবাড়ী থানার মামলা নং-৫২(১)/১৭।
মামলার আসামীরা হচ্ছে ঃ হোসেন খান, পিতাঃ শফিকুর রহমান খান, শাহিন খান, পিতাঃ হাসেম খান, ইদ্রিস পাটোয়ারী, পিতাঃ মান্নান পাটোয়ারী, হাসান খান, পিতাঃ রশিদ খান, সর্বসাং-কল্যাণপুর, থানা ও জেলা-রাজবাড়ী। পুলিশ হোসেন খানকে গ্রেফতার করলেও অন্যান্যরা পলাতক রয়েছে।