Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে পেশাদার চালকদের চক্ষু ও শ্রবণ শক্তি পরীক্ষা ক্যাম্প

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে উদ্বোধন হলো পেশাদার চালকদের চক্ষু ও শ্রবণ শক্তি পরীক্ষা ক্যাম্প। গতকাল রবিবার বেলা ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
ফরিদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে দ্বিতীয়বার অনুষ্ঠিত এ ক্যাম্পে বাস, ট্রাক ও মাইক্রোবাসের শতাধিক চালকের বিনামূলে চক্ষু ও শ্রবণ শক্তি পরীক্ষা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, একজন গাড়ী চালকের উপর অনেক মানুষের জীবন থাকে। এই কারণে চালককে অবশ্যই সুস্থ্য থাকতে হবে। মাসে না হলে কমপক্ষে দুই মাসে তাদের শরীরের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। এতে সড়কে দূর্ঘটনা হ্রাস পাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, চক্ষু চিকিৎসক ডাঃ রাহাত আনোয়ার, নাক কান গলার চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম ও বিআরটি’র সহকারী পরিচালক আতিকুল আলম প্রমুখ ।