Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সর্বহারা পরিচয়ে রাজবাড়ীর কয়েকটি ব্যাংক ম্যানেজারের কাছে চাঁদা দাবী॥থানায় জিডি

॥স্টাফ রিপোর্টার॥ সর্বহারা পরিচয়ে গত ২৪শে অক্টোবর দুপুরে অগ্রণী ব্যাংক লিঃ-এর রাজবাড়ী শাখার ম্যানেজার বিষ্ণু চন্দ্র মন্ডলের নিকট চাঁদা দাবী করার ঘটনায় তিনি একই দিন রাজবাড়ী থানায় একটি জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন দুপুর ১টা ৪৬ মিনিটে বিষ্ণু চন্দ্র মন্ডলের মোবাইলে ০১৯৯৯১৩৯৬৬২ হতে একটি ফোন আসে। ফোনকারী নিজেকে পূর্বাঞ্চল সর্বহারা কমিটির জাহাঙ্গীর পরিচয় দিয়ে বলে, তাদের ১০/১২ জন কর্মী সম্প্রতি র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছে। তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এবং বিষ্ণু চন্দ্র মন্ডল কত টাকা দিবেন তা জানতে চায়। এ সময় সে হুমকী দিয়ে আরও বলে টাকা না দিলে বিষ্ণু চন্দ্র মন্ডল তাদের শত্রƒ হয়ে যাবেন এবং ২৪ঘন্টার মধ্যে তার পরিবারের আপনজনকে তুলে নিয়ে জিম্মি করে মুক্তিপন আদায় করবে। মুক্তিপন না দিলে আপনজনের লাশও দিবে না। তাকে ২০মিনিটের মধ্যে টাকা পাঠানোর কথা বলা হয়। পুরো কথাবার্তার সময়ই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। কত টাকা দিতে হবে বললে তাকে আবারও গালিগালাজ করা হয়। অনেক কথাবার্তার পর বিষ্ণু চন্দ্র মন্ডল ৫হাজার টাকা দিতে রাজী হলে ফোনকারী একটি বিকাশ নম্বর (০১৭৩২৮৪৮৯৯৪) দিয়ে ৫মিনিটের মধ্যেই টাকা পাঠাতে বলে। প্রথমে মোবাইল ফোনে বিষ্ণু চন্দ্র মন্ডলের সাথে ৫মিনিট ৫সেকেন্ড কথা হয়। পরে ব্যাংকের টিএন্ডটি ফোনে(০৬৪১-৬৫৪৪৬) ফোন করে আরও মিনিটখানেক কথা বলে। এ ঘটনায় ব্যবস্থাপক বিষ্ণু চন্দ্র মন্ডল ওই দিনই রাজবাড়ী থানায় ১১৯৯নং জিডি করেন।
একাধিক সূত্র জানায়, গত কয়েকদিন ধরে রাজবাড়ী শহরের আরো কয়েকটি ব্যাংকের ম্যানেজার এবং কয়েকজন ব্যাংক কর্মকর্তার নিকট সর্বহারা পরিচয়ে ফোনে চাঁদা দাবী করা হয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্টরা থানায় জিডি করেছেন বলে জানা গেছে।