॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকা থেকে গত ৪ঠা ফেব্র“য়ারী বিকেলে ৮পুরিয়া গাঁজা ও ৫পুরিয়া হেরোইনসহ বিক্রেতা ওমর ফারুক সাগর(১৮)কে পুলিশ গ্রেফতার করেছে।
রাজবাড়ী থানার এস.আই এনছের আলী জানান, কাজীকান্দাস্থ মসজিদ সড়কে একটি বসতবাড়ীর সামনে মাদক বিক্রিকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওমর ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৮পুরিয়া গাঁজা ও ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক সাগর শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল ৫ই ফেব্র“য়ারী গ্রেফতারকৃত ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হেরোইন ও গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
