Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালককে কুপিয়ে হত্যা

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক মঞ্জু শেখ (২৭)কে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সে স্থানীয় চর দৌলতদিয়া রহমান ফকির পাড়া গ্রামের বাবলু শেখের ছেলে। হত্যার পর তার মোটর সাইকেলটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল ২৭শে অক্টোবর সকালে বাড়ী থেকে প্রায় সাড়ে ৩কিলোমিটার দূরে দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুল সংলগ্ন আইন উদ্দিন বেপারীপাড়া এলাকায় পদ্মা নদীর পাড়ে মঞ্জু শেখের লাশ পাওয়া যায়। সকালে স্থানীয় কৃষকেরা কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মুখে ও মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ও একটি পায়ের রগ কাটা ছিল।
নিহতের পিতা বাবলু শেখ জানান, মঞ্জু ভাড়ায় মোটর সাইকেল চালাতো। গত ২৬শে অক্টোবর বেলা ১টার দিকে গোসল করার সময় অপরিচিত এক তরুণ বাড়ীর কাছে এসে ফোন করলে সে মোটর সাইকেল নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। রাতে ফোন করলে মঞ্জু জানায়, আসতে একটু দেরী হবে। কার সাথে আছিস জিজ্ঞাসা করলে জানায়, একজনের সাথে আছে-সে চেয়ারম্যানের হ্যাচারীতে চাকুরী করে। সর্বশেষ রাত ১০টার দিকে মঞ্জুর সাথে তার কথা হয়। ওই সময় সে জানায়, দৌলতদিয়া ঘাটে আছে-এখনই বাড়ীর পথে রওনা দিবে। মঞ্জুকে বাড়ী নেয়ার জন্য জন্য তিনি বাড়ী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অপেক্ষা করে ফিরে যান। তখন তিনি ভেবেছিলেন হয়তো জরুরী কোন কাজে আটকে গেছে, চলে আসবে। বাড়ীতে গিয়ে ঘুমিয়ে গেলে রাত ৩টার দিকে মঞ্জুর স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তুলে জানায়, মঞ্জু বাড়ী ফেরেনি। এরপর মঞ্জুকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মোটর সাইকেলটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের পর হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।