Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর সুলতানপুরে জেলার একমাত্র গীতাপাঠ স্কুল করছে বাংলাদেশ ছাত্রলীগ

॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে রাজবাড়ীতে নির্মিত হচ্ছে জেলার একমাত্র গীতাপাঠ স্কুল। জেলা সদরের ১৪টি ইউনিয়নের প্রায় ১০হাজার প্রান্তিক হিন্দু শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে গত ২৬শে অক্টোবর জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের রামনগরে ধর্মীয় আনুষঙ্গিকতা এবং স্থানীয়দের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্কুলটির নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়। পুস্পাঞ্জলীর মাধ্যমে স্কুলটির নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সবিতা রানী বৈদ্য।
এ সময় রামনগর সার্বজনীন মন্দির কমিটির সভাপতি নারায়ণ বৈদ্য, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্কুলটির নির্মাণের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ স্বাধীন মোঃ শাহেদ বলেন, কাজটি শেষ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে এবং এর নির্মাণ ব্যয় হবে দুই লক্ষ টাকা।
তিনি আরো বলেন, ছাত্রলীগের প্রায় ৫০ লক্ষ নেতাকর্মী আছে। প্রত্যেকে দুটি করে ভোট বাড়াতে পারলে নৌকার ভোট বাড়বে ১কোটি। আমি আমার দ্বারা দুটি ভোট বাড়ানোর কাজ করে যাচ্ছি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, আসন্ন নির্বাচনে ইতিবাচক কাজ করে ছাত্রলীগ নবীন ভোটারদের মন জয় করতে চায়। রাজবাড়ীতে কোন গীতাপাঠ স্কুল নেই জেনে আমরা সেখানে একটি গীতাপাঠ স্কুল করে ইতিবাচক কাজের ধারাবাহিকতা রেখে যাচ্ছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগ যেকোন ভাল কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বদ্ধপরিকর। স্কুলটি নির্মাণে জেলা ছাত্রলীগ পাশে থাকবে।
স্থানীয় সকলের সম্মতিতে গঠিত স্কুল কমিটির সাধারণ সম্পাদক এবং গীতাপাঠের শিক্ষক কৃষ্ণপদ রায় বলেন, “ছাত্রলীগের কর্মীদের এ কাজে আমরা খুবই খুশি। এতে করে এলাকার সকল হিন্দুদের মনে আওয়ামী লীগের জন্য ভালবাসা আরো বেড়ে গেছে।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদের নির্দেশক্রমে স্কুলটি নির্মাণে স্বেচ্ছাসেবক হিসেবে স্থানীয়দের পাশাপাশি শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান চপল, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগের রায়হান, রতন, বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের রিয়ান এবং জহুরুল প্রমুখ অংশ নিবেন।