Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন, এলাকায় সড়ক প্রশস্তকরণসহ সার্বিক উন্নয়নে গতকাল ২৭শে অক্টোবর রাত ৮টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌরসভার সাবেক কাউন্সিলর রাম দাস দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পাংশা বিদু্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মাসুদ, কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কার সিদ্দিক, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মুন্সী, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান, পাংশা উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, শাজাহানুল হক জুয়েল মাস্টার, আব্দুস সামাদ লাল্টু, হারুন অর রশিদ ও পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ঠিকাদার মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পাংশা পৌরসভার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে চলছে। শতভাগ বিদ্যুতায়ন, ২শত কেভিএ ট্রান্সফরমার ও বিদ্যুতের পিলার স্থাপন, সড়ক প্রশস্তকরণ, পানির লাইন স্থাপনসহ সার্বিক উণœয়নে সবার মতামত ও পরামর্শ গ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে এমপি মোঃ জিল্লুল হাকিমের হাতকে শক্তিশালীকরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। মতবিনিময় সভায় ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।