Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শহরের ২নং বেড়াডাঙ্গায় গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতুর ভাই ঠিকাদার জালাল উদ্দিনের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা গত ২৩শে অক্টোবর দিবাগত গভীর রাতের যেকোন সময় বারান্দার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে ওই বাসা থেকে সাড়ে ৯ভরি ওজনের স্বর্ণালংকার, ৫টি মোবাইল, একটি ট্যাব ও নগদ ২০হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
জানা যায়, ঠিকাদার জালাল উদ্দিন শহরের ২নং বেড়াডাঙ্গায় জেলা শিক্ষা অফিসের বিপরীতে রুবেলের বাসায় ভাড়া থাকেন। গত ২৩শে অক্টোবর রাত ১২টার দিকে তিনিসহ পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত চোরেরা বাসার বারান্দার গ্রীল কেটে বাহির থেকে দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে। এরপর চোরেরা ওই ঘরের আলমারীতে থাকা ৩ভরি ৮আনার ওজনের ৪টি স্বর্ণের চেইন, ৩ভরি ওজনের ২টা স্বর্ণেন চুড়ি, দেড় ভরি ওজনের ২জোড়া স্বর্ণের দুল, দেড় ভরি ওজনের একটি স্বর্ণের গলার হার, নগদ ২০হাজার টাকা, ওয়ারড্রপের উপর থাকা বিভিন্ন ব্রান্ডের ৫টি মোবাইল সেট ও একটি ট্যাব চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল ২৫শে অক্টোবর ঠিকাদার জালাল উদ্দিন বাদী হয়ে রাজবাড়ী থানায় অজ্ঞাত আসামী করে ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। এ খবর লেখা পর্যন্ত চুরির ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।