Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ২৫শে অক্টোবর দুপুরে জেলা কারাগার পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ও রুমানা আফরোজ, জেল সুপার মোঃ আনোয়ারুল করিম এবং জেলার নূর মোহাম্মদ মৃধা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সুসজ্জিত চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কারাগারে প্রবেশের প্রধান ফটক অতিক্রমকালে প্রধান কারারক্ষী তাকে কারাবন্দীদের পরিসংখ্যান অবহিত করেন। কারাভ্যন্তরে প্রবেশ করে তিনি বিভিন্ন ওয়ার্ড, সেল, রন্ধনশালা, খাদ্য গুদাম, হাসপাতাল/মেডিক্যাল ওয়ার্ড এবং কারাভ্যন্তর চত্বর ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি কারাবন্দীদের কেস হিস্ট্রি টিকেট পরীক্ষা করেন এবং তাদের বিভিন্ন আবেদন-নিবেদন শ্রবণ করাসহ তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে অবৈধভাবে মা ইলিশ আহরণকারীদের বিভিন্ন নির্দেশনা প্রদানসহ ভবিষ্যতের জন্য সতর্ক করেন। এ ছাড়াও তিনি মাদকসেবী ও মাদক ব্যবসার দায়ে আটক কারাবন্দীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে মোটিভেশনাল বক্তব্য রাখেন এবং তাদেরকে কারাগার থেকে মুক্ত হওয়ার পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার পরামর্শ দেন। একই সাথে অন্যান্য কারাবন্দীদেরও মুক্ত হওয়ার পর আইন-শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাভ্যন্তরের খালি জায়গায় শাক-সবজি চাষের অবস্থা প্রত্যক্ষ করেন এবং উৎপাদিত শাক-সবজি কারাবন্দীদের খাবার হিসেবে পরিবেশনের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। কারাগারের অভ্যন্তর ভাগ পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন রেজিস্টার পরীক্ষা করেন এবং কারাবন্দীদের অবস্থা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থা, জনবল পরিস্থিতি, বেসরকারী ভিজিটরদের ভিজিট কার্যক্রম, অবকাঠামো সম্পর্কিত তথ্য, কারাগারের পরিস্কার-পরিচ্ছন্নতা, কারাবন্দীদের ধর্মীয় শিক্ষা, বিনোদনের ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম নিয়ে জেল সুপার ও জেলারের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।