॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরি গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের ২শতাংশ জায়গা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মসজিদটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, বাড়াইজুরি গ্রামের ইজাজুল হক নামের এক ব্যক্তির দানকৃত ৫শতাংশ জমিতে ‘বাড়াইজুরি বাইতুল মামুর জামে মসজিদ’ নামের মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হলে একই গ্রামের জাকের আলী মাস্টারের ২শতাংশ জমি রয়েছে দাবী করে বাঁধা দেয়া হয়। জাকের আলী মাস্টারের ছেলে সামসুজ্জামান ওরফে মিন্টু এ বিষয়ে রাজবাড়ী থানায় অভিযোগ করলে গত ২০শে অক্টোবর দুপুরে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং একটি দিন দিয়ে সেদিন থানায় দু’পক্ষকে নিয়ে বসে সমাধান করার কথা বলে আসে।
মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা ইজাজুল হক বলেন, ১৯৯৫ সালে তিনি একই গ্রামের আবেদ প্রামানিকের কাছ থেকে দলিলমূলে সাড়ে ৯ শতাংশ জমি কিনে ভোগ-দখল করে আসছেন। গত ২০/০৮/২০১৮ইং তারিখে তিনি ওয়াকফ দলিলমূলে ওই জমি থেকে ৫শতাংশ জমি মসজিদের নামে দান করে দেন। ওই জমির মধ্যে যদি জাকের আলী মাস্টারের জমি থেকে থাকে তাহলে তিনি অবশিষ্ট সাড়ে ৪শতাংশ জমির মধ্য থেকে নিতে পারবেন বলে নির্মাণ কাজ শুরু করলেও তারা মানেনি। গত ১৯শে অক্টোবর রাতের আঁধারে নির্মাণাধীন মসজিদের খুঁটিও ভাংচুর করা হয়। পরদিন খুঁটি কিনে আবার কাজ শুরু করলেও পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।