॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৪জন শ্রমিক ও সড়ক দুর্ঘটনায় নিহত ১জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫হাজার করে অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল ২৫শে অক্টোবর সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলীর আন্তরিকতা ও মহানুভবতার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হলাম।
উল্লেখ্য, গত ১৯শে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলক্রসিং-এ ট্রেনের সঙ্গে মধুখালীর রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী অবৈধ স্যালো মেশিনের তৈরী পটাং নামক একটি যানের দুর্ঘটনায় ৪জন শ্রমিকের মৃত্যু হয়। সেই ৪জন শ্রমিকসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হলো।