Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া ঘাটে শ্রমিক সমাবেশ॥রবিবার থেকে দেশব্যাপী ৪৮ ঘন্টার কর্মবিরতিতে যাচ্ছে পরিবহন শ্রমিকরা

॥স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহন আইনের কিছু ধারা সংশোধনসহ ৮দফা দাবীতে আগামী ২৮শে অক্টোবর সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ঘন্টা কর্মবিরতি পালন করবে পরিবহন শ্রমিকরা। এরআগে আগামীকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করবেন তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে এ দু’টি কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ২৫শে অক্টোবর বিকেলে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটের টার্মিনালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে শ্রমিক সমাবেশ করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলাসমূহের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে সামবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম বক্স দুদু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওসমান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু, কোষাধ্যক্ষ হাজী মোঃ আমান উল্লাহ্, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ইসলাম মোল্লা, ফরিদপুর মটর ওয়ার্কস্ ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসির, ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের শেখ, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার খায়রুল হাসান, গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মোঃ জাসু, শরীয়তপুর ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হায়দার শিকদার প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গত ১৯শে সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ পাশ হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গন্য না করে অপরাধ হিসেবে গন্য করে জামিন অযোগ্য করা হয়েছে। কোনও শ্রমিক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনা এড়াতে পথচারীদেরও সচতেন হতে হবে। দুর্ঘটনা মামলায় তদন্ত করে অপরাধী হিসেবে বিচারে ৩০২ ধারায় শ্রমিকদের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর সুযোগ রাখা হয়েছে। এমনিতেই সড়কে প্রতি মুহুর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়, তার উপর বিচারেও মৃত্যুর ঝুঁকি। ফলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পেশা ছেড়ে দেবার চিন্তা শুরু করে দিয়েছে।
তারা বলেন, ‘সড়ক পরিবহন আইনে’ সড়ক দুর্ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখে সব মামলায় জামিনযোগ্য বিধান রাখতে হবে। শ্রমিকদের অর্থদন্ড পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০হাজার টাকা করার বিধানসহ ৮দফা দাবী সরকারকে মেনে নিতেই হবে। ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী রবিবার ২৮শে অক্টোবর সকাল ৬টা দেশজুড়ে থেকে টানা ৪৮ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়া শনিবার(২৭শে অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করা হবে।
একই সঙ্গে ঘোষিত কর্মবিরতির সময় কোন শ্রমিক এই কর্মবিরতি পালন না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেয়া হয়।
বক্তাগণ আরও বলেন, আগামী ২৭শে অক্টোবর বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের মাধ্যমে উক্ত ৮দফা দাবী পেশ করা হবে। যদি দাবী মানা না হয় তাহলে কর্মবিরতি পালন করা হবে।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, তিনি শুধু নিরাপদ সড়ক চান কিন্তু নিরাপদ সড়কের পরিবেশ চান না। একটি নির্দিষ্ট দিনে নিরাপদ সড়ক দিবস পালন করার দাবী সরকারের কাছে করা হয়েছিল কিন্তু সেটা মানা হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা আঃ রহিম বকস দুদু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি নিরাপদ সড়ক আইনের ১২৫টি ধারা চালকদের পক্ষেই করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর পাশে থাকা কিছু কুচক্রী মহল শ্রমিকদেরকে সরকারের বিপক্ষে নিয়ে যেতে বিতর্কিত এই ৮টি ধারা করে চালক-শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।