॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে গতকাল ২৪শে অক্টোবর ভ্রাম্যমান আদালতে ২২জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
আটককৃত জেলেদের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব ১৪জনকে এবং কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সাদিয়া ইসলাম লুনা ৮জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেন।
এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান ও কালুখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও একদল আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অভিযানকালে ২২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ১মণ মা ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় প্রদান ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।