Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আলীপুরে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন গ্রহীতাদের সেবায় তৎপর চেয়ারম্যান

॥শিহাবুর রহমান॥ আপনারা শরবত পান না করে কেউ বাড়ীতে যাবেন না। লেুবর রস ও ট্যাং এবং চিনি দিয়ে শরবত বানানো হয়েছে। আপনারা সেটা পান করে তবেই বাড়ীতে যাবেন। বার বার এভাবেই মাইকে ঘোষণা দিচ্ছিলেন একজন ইউপি চেয়ারম্যান।
এটা কোন বিয়ে বাড়ী বা কোন অনুষ্ঠানের গল্প নয়। এটা ছিল স্মার্ট কার্ড(জাতীয় পরিচয়পত্র) নিতে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষ যুবক ও তাদের সাথে থাকা শিশুদের প্রতি উদারতার উদারণ স্বরূপ একজন চেয়ারম্যানের গল্প। আর তিনি হলেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান।
গতকাল ২৪শে অক্টোবর সকাল থেকে আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলীপুর ইউনিয়ন পর্যায়ে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণকালে মাইকে এভাবেই সবাইকে অনুরোধ করেন ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান। শুধু শরবতই নয় গরমের তীব্রতা থেকে রক্ষার জন্য উপরে সামিয়ানা দিয়ে ছায়া ও বড় জারে বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করেন জেলার শ্রেষ্ঠ এ ইউপি চেয়ারম্যান। আর তাই স্মাট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তার ভূয়শী প্রশংসাও করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফকর উদ্দিন শিকদার, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী ও জেলা পরিষদের সদস্য মোঃ নাজমুল হাসান মিন্টু উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান। ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, স্মার্ট কার্ড নিতে আসা মানুষের যাতে কষ্ট না হয় সে চিন্তা করেই তিনি এসব আয়োজন করেন।