Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানখানাপুরে ডাকাতির ঘটনায় ৫জন গ্রেফতার॥১টি স্বর্নের চেইন উদ্ধার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরে এক রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে।
গত ৩রা ফেব্র“য়ারী রাতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি লুন্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে জিয়া মোল্লা(৩৫), একই জেলার শিবচর উপজেলার দক্ষিন ক্রোকচর গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে কামাল হোসেন(৩৫), মাদারীপুর জেলা সদরের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের আনেছ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা(৪০), পূর্বরাস্ত্রি গ্রামের খোকন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৭) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের তোতামিয়ার ছেলে মিরাজ ফকির(২৭)।
জানাযায়, গত ৩০শে ডিসেম্বর রাত দেড়টার দিকে চরখানখানাপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে উল্লেখিতরাসহ ৭/৮জন ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এক জোড়া কানের দুল, ২টা রুলি, ১টা চেইন, নগদ ৭হাজার টাকা, ২টি ট্যাব ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। এর আগে একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে নগদ ৫০হাজার টাকাসহ দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের অংলকার ছিনিয়ে নেয় তারা।
রাজবাড়ী ডিবি পুলিশের এস.আই হিরণ কুমার বিশ্বাস জানান, মোবাইল প্রযুক্তির মাধ্যমে গত ৩রা ফেব্র“য়ারী রাতে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত একটি স্বর্নের চেইন উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গতকাল ৪ঠা ফেব্র“য়ারী গ্রেফতারকৃতদের মধ্যে জিয়া, কামাল ও মিরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে তাদের ৫জনকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।