Site icon দৈনিক মাতৃকণ্ঠ

১লক্ষ মিটার জাল ধ্বংস॥ইলিশ রক্ষা অভিযানে রাজবাড়ীতে আটককৃত ৭জন জেলের কারাদন্ড

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীবের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও মৎস্য বিভাগের সহযোগিতায় গতকাল ২২শে অক্টোবর দুপুরে সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ৭জন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীব ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ড বিধির ১৮৮ ধারায় আটককৃত ৭জন জেলের প্রত্যেককে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত জেলেরা হলো ঃ পাবনা জেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের ওমর মন্ডলের ছেলে সাগর মন্ডল(২৫) ও হাসমত মন্ডলের ছেলে বাশি মন্ডল(৩৭), দুর্গাপুর গ্রামের মৃত লোকমান খানের ছেলে বিল্লাল খান(৪২), রামকৃষ্ণপুর গ্রামের শহিদ মন্ডলের ছেলে মান্নান মন্ডল(৪৫), রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা(৪৮) ও মৃত শুকুর আলী মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল(৪০) এবং পশ্চিম ভবদিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে সাত্তার শেখ(৫৩)। এছাড়াও জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।