॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২১শে অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কুন্ডুপাড়ার নিজ বাড়ী থেকে পাসপোর্ট দালাল নিতাই কুন্ডু(৫৮)কে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৮টি পাসপোর্ট ও বিপুল পরিমাণ আবেদন ফরম জব্দ করা হয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, খানখানাপুর কুন্ডুপাড়ার অরবিন্দ কুন্ডুর ছেলে নিতাই কুন্ডু এর আগেও রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ পাসপোর্টসহ আটক হয়ে দীর্ঘদিন কারাগারে থাকে। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর সে পুনরায় পাসপোর্টের দালালী শুরু করে। জব্দকৃত পাসপোর্ট ও আবেদন ফরমসহ তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।