Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে আরো ৪জনের কারাদন্ড

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে গতকাল ২০শে অক্টোবর অভিযানে ইলিশ শিকারের দায়ে আরও ৪জনকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পদ্মা নদীর বাহাদুরপুর ও হাবাসপুর ইউপির বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সহযোগিতা প্রদান করে।
জানা যায়, মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার ১৪তম দিনে পরিচালিত অভিযানে চররাজপুর গ্রামের রইচ উদ্দিন ও নাসির উদ্দিন, লস্করদিয়া গ্রামের সুলতান কাজী ও তারাপুর গ্রামের আব্দুল মন্ডলকে ইলিশ শিকারের দায়ে আটক সেই সাথে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। আটক ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও জব্দকৃত কারেন্ট জাল পদ্মা নদীর হাবাসপুরঘাটে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ৭ই অক্টোবর থেকে বিভিন্ন সময়ে পদ্মা নদীতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালাম, পাংশা মডেল থানা ও বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশের সমন্বয়ে চলমান অভিযানে অন্তত ৪২জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান এবং বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।
পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালাম জানান, ঘোষিত ২৮শে অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান ক্রমাগত জোরদার করা হচ্ছে।