Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে গৃহবধূকে হত্যার অভিযোগে থানায় হত্যা মামলা॥স্বামী প্রবীর দাস গ্রেপ্তার

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে গত ১৭ই অক্টোবর সন্ধ্যায় গৃহবধূ সোমা রানী দাস (২৫)কে পূর্ব পরিকল্পিত ভাবে গলা টিপে হত্যার পর গলায় কাপড় পেচিয়ে বসত ঘরের আড়ার সাথে জুলিয়ে রাখার ঘটনায় থানায় হত্যা মামলা রেকের্ড ও তার পাষন্ড স্বামী প্রবীর দাস (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের সোমা রানী দাসের পিতার বাড়ী সুত্র জানায়, বিয়ের পর থেকেই সোমা রানী দাসকে বিভিন্ন সময় স্বামীসহ তার পরিবারের লোকজন শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। গত ১৭ই অক্টোবর বিকালে তারা সোমা দাসকে আনতে গেলে তার স্বামীর পরিবারের লোকজন বাঁধা দেয় এরপর পরিকল্পিত ভাবে সোমা দাসকে গলাটিপে হত্যার পর গলায় কাপড় পেচিয়ে বসত ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলিয়ে রাখে। এ খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে মৃতের শ্বশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
বালিয়াকান্দি থানার পরিদশক ওসি(তদন্ত) মোঃ ওবায়দুল হক জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী প্রবীর কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীকে গতকাল শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।