Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ১০টি ইউনিয়নের ৮৬টি পূজা মন্দিরে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৯শে অক্টোবর রাতে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
জানা যায়, পাংশা পৌরসভা এলাকায় ২২টিসহ উপজেলার ১০টি ইউনিয়ন এলাকায় মোট ৮৬টি পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। পাংশা পৌরসভা এলাকার মধ্যে ২২টি পূজা মন্ডপের প্রতিমা পাংশা আদি মহাশ্মশান পুকুরে বিসর্জন দেয়া হয়। বিকেল ৪টা থেকে মন্দির হতে ভক্তবৃন্দ পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা নেওয়া শুরু করে। রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়।
পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদ, আদি মহাশ্মশান কমিটি ও সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।