Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে রাজবাড়ীতে দুর্গোৎসব সমাপ্ত

॥স্টাফ রিপোর্টার॥ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব গতাকাল ১৯শে অক্টোবর রাতে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
উৎসবের শেষ দিন মহাবিজয়া দশমীতে সকল থেকে বিকাল পর্যন্ত দাশমীর দিনের পূজার সকল ধর্মীয় অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর সন্ধ্যায় রাজবাড়ী শহরের বিভিন্ন পূজা মন্ডবের প্রতীমাকে গোদার বাজার পদ্মা নদীসহ স্থানীয় বড় পুকুর ও লেকে বিসর্জন দেওয়া হয়।
শহরের গোদার বাজার পদ্মা নদীতে প্রতীমা বিসর্জনকালীন সময়ে জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অশোক কুমার বাগচী, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, পাট বাজার সার্বজনীন দূর্গামন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমারর দত্ত, সহ-সভাপতি দুলাল কান্ত নাগ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ কর্মকারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের অন্যান্য পূজা মন্ডবেরর প্রতীমা পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা থেকে বিসর্জন দেওয়া হয়।