Site icon দৈনিক মাতৃকণ্ঠ

২লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ॥পাংশায় ইলিশ রক্ষা অভিযানে ১৪জন জেলের জেল-জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে গতকাল ১৮ই অক্টোবর বিকালে পদ্মা নদীর হাবাসপুর ও বাহাদুরপুর পয়েন্টে থেকে ২লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫মণ মা ইলিশসহ ১৪জন জেলেকে আটক করা হয়।
পরে তাদেরকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১০জন জেলেকে ১৫দিনের জেল এবং ৪ জনকে ৫হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে পাংশা থানার একদল পুলিশ সহযোগিতা করেন।