॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে গতকাল ১৮ই অক্টোবর বিকালে পদ্মা নদীর হাবাসপুর ও বাহাদুরপুর পয়েন্টে থেকে ২লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫মণ মা ইলিশসহ ১৪জন জেলেকে আটক করা হয়।
পরে তাদেরকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১০জন জেলেকে ১৫দিনের জেল এবং ৪ জনকে ৫হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে পাংশা থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
২লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ॥পাংশায় ইলিশ রক্ষা অভিযানে ১৪জন জেলের জেল-জরিমানা
