॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলায় গতকাল ২রা ফেব্র“য়ারী থেকে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনে বাংলা ১ম পত্র এবং কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৯জন পরীক্ষার্থী।
এবারের পরীক্ষায় জেলায় ১৫টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২হাজার ৬২৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে এসএসসিতে ৯৭৬৯জন। দাখিলে ১৮৪৮জন ও ভকেশনালে (কারিগরী শিক্ষা) ১০০৯জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। জেলার ৫টি উপজেলার তথ্য দেয়া হলো ঃ-
রাজবাড়ী সদরে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩৩৫জন। দাখিলে ৪৬৯জন ও ভকেশনালে ৩১৮জন। এর মধ্যে এসএসসিতে ১১জন, দাখিলে ১জন ও ভকেশনালে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পাংশা উপজেলায় এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৯৭জন। দাখিলে ৫১৯জন ও ভকেশনালে ৩৮৭জন। এর মধ্যে এসএসসিতে ৪জন, দাখিলে ৬জন ও ভকেশনালে ৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বালিয়াকান্দি উপজেলায় এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭১৭জন। দাখিলে ৩৩৬জন ও ভকেশনালে ১৭৭জন। এর মধ্যে এসএসসিতে ১০জন ও দাখিলে ৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
গোয়ালন্দ উপজেলায় এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪১জন। দাখিলে ১১৫জন ও ভকেশনালে ১২৭জন। এর মধ্যে শুধু মাত্র এসএসসিতে ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কালুখালী উপজেলায় এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৭৯জন ও দাখিলে ৪০৯জন। এরমধ্যে এসএসসিতে ৩জন ও দাখিলে ৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এ উপজেলায় কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ভকেশনালে কেউ অংশ নেয়নি।
সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিনি পরীক্ষা হলের সুষ্ঠ ও নকলমুল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।