Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সকল অশুভ তৎপরতা প্রতিহত করে সমাজে দুর্গোৎসবের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে — রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ১৭ই অক্টোবর পাংশা পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসবের উদ্দেশ্য হচ্ছে অশুভ দৃষ্টিকে প্রতিহত করা। তাই সকল প্রকার অশুভ তৎপরতা প্রতিহত করে সমাজে দুর্গোৎসবের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। এ ক্ষেত্রে সকলকে দুষ্টদের নিধন করে শিষ্টের লালনে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
গতকাল বুধবার রাত ৯টায় পাংশা শহরের ভাই ভাই সংঘ পূজা মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্দির কমিটির সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু প্রধান অতিথি এমপি মোঃ জিল্লুল হাকিমকে মন্দিরে ফুলেল অভ্যর্থনা জানান।
পরে এমপি জিল্লুল হাকিম ভাই ভাই সংঘ পূজা মন্দিরে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন। এ সময় এমপি জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ ও বাদশা মন্ডল, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট দীনা খন্দকার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও সাধারণ সম্পাদক নির্মল কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর এমপি মোঃ জিল্লুল হাকিম পর্যায়ক্রমে পাংশা পৌরসভার পুরাতন বাজারের পাশে ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, নারায়নপুরে কিশোর সংঘ পূজা মন্দির, দত্তপাড়া কল্যাণ সংঘ পূজা মন্দিরসহ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকলে এমপি মোঃ জিল্লুল হাকিম সেখানে মন্দির পরিদর্শনে অবস্থানরত রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ সংশ্লিষ্ট সকলের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।