Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা অনুষ্ঠিত

॥কবির হোসেন॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২রা ফেব্রুয়ারী বিকেলে শহরের রেলওয়ে আজাদী ময়দানে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে শিক্ষা মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক জিনাত আরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এই শিক্ষা মেলা অনেক গুরুত্ব বহন করে। মানুষকে আরও কাছে টানে। এই শিক্ষা মেলা থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারবে। শিশুদেরকে কাছে টেনে নিতে হবে। খেলতে খেলতে শিক্ষা দিতে হবে। দেশ-বিদেশকে জানার পাশাপাশি প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে। আজকে যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় কালেক্টরেটের সহকারী কমিশনার সাদিয়া শাহনাজ খানম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারসহ সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক জিনাত আরা অতিথিগণসহ অন্যান্যরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।