Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচীর অধীনে রাজবাড়ীর কর্মকর্তাদের ২দিনের প্রশিক্ষণ

॥স্টাফ রিপোর্টার॥ সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় অর্থ বিভাগ ও রাজবাড়ী জেলা হিসাব রক্ষণ অফিসের আয়োজনে গতকাল ১৭ই অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘নতুন বাজেট ও হিসাব রক্ষণ শ্রেণী বিন্যাস পদ্ধতি(বিএসিএস)’-এর উপর জেলা পর্যায়ের কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উদ্বোধন স্বাগত বক্তব্য রাখেন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আজগর আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ রাকিব খানসহ প্রশিক্ষণে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট ও হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তাগণ (১ম শ্রেণী বা তদূর্ধ্ব) উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হিসেবে সিএন্ডএজি’র কার্যালয়ের উপ-পরিচালক(এমআইএস) হোসেইন আহমেদ শুভ এবং পরামর্শক হিসেবে আইটি কনসালটেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আজগর আলী।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে দেশ উন্নয়নের সাথে সাথে বিভিন্ন সরকারী দপ্তরের ক্রয় পরিধিও অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেশের সকল ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হওয়ার ফলে বর্তমানে হিসাব সংশ্লিষ্ট সকল বিষয়ে সফটওয়্যারের ব্যবহার হচ্ছে। এই ক্রয় পরিধি বৃদ্ধি ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক বিষয় নতুন নতুনভাবে জানার প্রয়োজন রয়েছে। এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে সরকার সকল দপ্তর প্রধান ও হিসাব সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। যার মাধ্যমে তাদের যেসব বিষয়ে সমস্যা রয়েছে সেসব বিষয়ে তারা জানতে পারবেন।
তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলেই এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন। তিনি অংশগ্রহণকারীদের অজানা বিষয়গুলো জানাসহ মনযোগ সহকারে সকলকে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি ২দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।