Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উগ্যোগে গতকাল ১৬ই অক্টোবর “কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী ইজাজুল করিম, আদর্শ কৃষক আনছার আলী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার। অনুষ্ঠানে ইঁদুর কর্তৃক ক্ষতির নানা তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, ওসিএলএসডি মোঃ ওয়াসীম, কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কৃষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পরে “ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ এর উদ্বোধন করা হয়।