Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পিবিআই ফরিদপুরের অভিযানে এবার গ্রামীণ ফোনের সুপারভাইজার গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ মোবাইল ব্যাংকিং ‘রকেট’-এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে এবার গ্রামীণ ফোনের সুপারভাইজার শাহিন রেজা (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই), ফরিদপুর।
গতকাল ১৪ই অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকা থেকে পিবিআই ফরিদপুরের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিন রেজা একই জেলার হরিণাকুন্ডু উপজেলার খলসী ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের কামাল হোসেনের ছেলে এবং জীবননগরে গ্রামীণ ফোনের সুপারভাইজার পদে কর্মরত।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, সংঘবদ্ধ একটি চক্র প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং রকেট-এর ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। দেবাশীষ বিশ্বাস নামের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতারিত এক ছাত্রের মামলায় গ্রেফতারকৃত প্রতারকদের স্বীকারোক্তিতে তার নাম বেরিয়ে আসে। প্রতারক এই চক্রটি অন্যের আইডি কার্ড ও ছবি ব্যবহার করে শত শত ভুয়া সীম রেজিস্ট্রেশন করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। পিবিআই কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতারক চক্রের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।