Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঘাতক বাস চালক রবিউল গ্রেপ্তার॥গোয়ালন্দে বাসের চাপায় দুই মেধাবী ছাত্রী নিহতে প্রতিবাদে মানববন্ধন

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে গত ১৩ই অক্টোবর দুপুরে বেপরোয়া বাসের চাপায় দুই ছাত্রী নিহতের প্রতিবাদে ঘাতক বাস চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবীতে গতকাল ১৪ই অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
সকাল সাড়ে দশটা থেকে সোয়া এগারটা পর্যন্ত বিদ্যালয়ের সামনে জাতীয় মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভে বিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।
গত ১৩ই অক্টোবর দুপুরে নিহত দুই ছাত্রী হলো ঃ চাঁদনী আক্তার(১৫) ও জাকিয়া আক্তার কেয়া(১৫)। চাঁদনী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া ছালাম প্রামানিকের মেয়ে। ওই ইউনিয়নের ওমর আলী মোল্যা পাড়ার জামাল ব্যাপারী ওরফে জামাল বাবুর্চির মেয়ে জাকিয়া। ২জন দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী ছাত্রী ছিল।
গতকাল ১৪ই অক্টোবর বেলা সাড়ে দশটার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে কয়েক শত শিক্ষার্থী-শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শোক র‌্যালী বের করে। মহাসড়কে প্রায় ত্রিশ মিনিট মানববন্ধন চলাকালে তিনিসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ও গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এবং ইউএনও রুবায়েত হায়াত শিপলু মহাসড়কে অবস্থান গ্রহণ করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর প্রতিশ্রুত অনুযায়ী সোমবার বিদ্যালয়ের সামনে মহাসড়কের দুইস্থানে গতিরোধক নির্মাণের ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় শিক্ষার্থীরা “পড়তে এসেছি মরতে নয়’ ‘সময়ের মূল্য নয়! বিভিন্ন শ্লোগান সমৃদ্ধ ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ে এবং বিক্ষোভ করতে থাকে।
এরআগে গত ১৩ই অক্টোবর বেলা পৌনে দুইটার দিকে বিদ্যালয়ে ঢুকতে ক্যানাল ঘাটে পৌছলে দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের সড়ক বিভাজক পার হওয়ার সময় যশোরগামী ঈগল পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাঁদনী মারা যায়। মুমর্ষ অবস্থায় কেয়াকে উদ্ধার করে স্থানীয় লোকজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় বিদ্যালয়ের কয়েক’শ বিক্ষুদ্ধ শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে যানজটে থাকা যাত্রীবাহি বাসে ভাংচুর ও ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, ইউএনও রুবায়েত হাসান শিপলু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমূখ।
এদিকে যাত্রীবাহী বাসে আগুন ভাংচুরের ঘটনায় গতকাল ১৪ই অক্টোবর গোয়ালন্দ ঘাট থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। নিহত নবম শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তারের পিতা সালাম প্রামানিক বাদী হয়ে ঈগল পরিবহনের বাস ঢাকা-মেট্রো-ব-১৪-৬৫১৬ এর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ মাসুদ পারভেজ ভুঁইয়া জানান, ঈগল পরিবহনের বাসটি যশোর জেলা থেকে আটক ও বাসের চালক মোঃ রবিউল ইসলাম শিকদার (৪০)কে গ্রেফতার করে গতকাল রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
অপরদিকে, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে(ঢাকা-মেট্রো-ব-১৫-০২০৮) দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে গোল্ডন লাইনের ম্যানেজার রেজাউল করিম বাচ্চু বাদী হয়ে ৩০/৪০জন যুবকের বিরুদ্ধে গতকাল গতকাল ১৪ই অক্টোবর সকালে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শাফী জানান, বাস পোড়ানো ও ভাংচুর মামলায় অজ্ঞাতনামা যুবকদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।