Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইলিশ রক্ষা অভিযানে পাংশায় ১লাখ ২৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ॥১১ জেলের আটক

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় গতকাল ১৪ই অক্টোবর ৮ম দিনের অভিযানে আটক ১১জনের জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া অভিযানে উদ্ধারকৃত ১লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস এবং সাড়ে ৩মণ ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে গতকাল রবিবার ভোর থেকে রাত পর্যন্ত সারাদিন ব্যাপী মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়।
জানাযায়, পদ্মা নদীর হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকারের দায়ে সাতবাড়িয়ার নান্নু মন্ডল, সেনগ্রামের বাবলু শেখ ও কন্ট গজারিয়ার রতন ফকিরের প্রত্যেকের ৫হাজার টাকা জরিমানা এছাড়া কন্ট গজারিয়ার জালাল মোল্লা, বাওডাঙ্গার আব্দুস সালাম, ভবানীগঞ্জের দাউদ মন্ডল, বাওডাঙ্গার শাহিন মন্ডল, সেনগ্রামের লিয়াকত প্রামানিক, রাধানগরের শিপন শেখ, কন্ট গজারিয়ার সিদ্দিক প্রামানিক ও দেবনা গ্রামের সফিকুল প্রামানিকের প্রত্যেকের ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।
পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালাম জানান, গতকাল রবিবার ভোর থেকে রাত পর্যন্ত সারাদিন শ্বাসরূদ্ধকর অভিযানে ১১জনের জেল ও জরিমানা হয়েছে। এছাড়া ১লাখ ২৫হাজার মিটার অবৈধ কারেন্টজাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস এবং সাড়ে ৩মণ ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।