॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কোলারহাট বাজার থেকে ভুয়া দাঁতের ডাক্তার নূরুল ইসলাম রনি (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ১৩ই অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল কোলারহাট বাজারের বিশ্বাস ডেন্টার কেয়ার নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নূরুল ইসলাম রনিকে গ্রেফতার করে। সে জেলার কালুখালী উপজেলার কলকলিয়া গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে।
র্যাব জানায়, মাত্র এইচএসসি পাস করা নূরুল ইসলাম রনি চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারণামূলকভাবে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা প্রদান করে আসছিল। সাধারণ মানুষকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে তার ব্যবহৃত ভিজিটিং কার্ডে নিজের নামের প্রথমে ডাঃ এবং নামের শেষে ডিগ্রী আকারে এইচ.ডি.আই.ডি (যা আদৌ কোন চিকিৎসা বিষয়ক ডিগ্রী নয়) লিখে প্রতারণা করে আসছিল। কতিপয় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার চেম্বার থেকে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন ও দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করাসহ মামলা দায়ের করা হয়েছে।