Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিনোদপুর ভাজনচালা কওমী মাদরাসা ও এতিমখানায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ কওমী মাদরাসার দাওরায়ে হাদিসকে মাষ্টার্সের সমমান স্বীকৃতি প্রদান করায় রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা কওমী মাদরাসা ও এতিমখানায় গতকাল ১৩ই অক্টোবর দুপুরে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় এবং মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের এমপি এবং আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় বিনোদপুর ভাজনচালা কওমী মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা, মাদরাসার সভাপতি আব্দুল হাকিম তালুকদার, সদস্য হাজী মাসুদ, হাজী লুৎফর রহমান ও জেলা আওয়াম ীলীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিনোদপুর ভাজনচালা কওমী মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা জানান, অনুষ্ঠানে কওমী মাদরাসার দাওরায়ে হাদিসকে মাষ্টার্সের সমমান স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়।
এছাড়াও ৫০০জন ছাত্রের মধ্যের মেধা তালিকায় উত্তীর্ণ ১০জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।