Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দুর্গাপূজা উপলক্ষে বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা

॥তনু সিকদার সবুজ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ১৩ই অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলার সকল দুর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি থানার নবাগত ওসি একেএম আজমল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায় ও থানার পরিদর্শক(তদন্ত) ওবায়দুল হক, অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজয় কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল বসু, বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজা কমিটির সভাপতি চন্দ্রনাথ কুন্ডু চন্দন, অটল কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য্য। এ সময় উপজেলার ১৪৬টি দুর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যন ও নবাগত ওসি বলেন, ধর্ম যার যার-রাষ্ট্র সবার। আপনারা ধর্মের সাথে সঙ্গতি রেখে পূজা-অর্চনা করবেন। আইন-শৃঙ্খলার জন্য প্রতিটি পূজা মন্ডপে থানা পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। থানা পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।