॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০১৮ উদযাপনে গতকাল ১৩ই অক্টোবর পাংশা শিল্পকলা একাডেমীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা মডেল থানার উদ্যোগে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপনে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতা প্রদানে আমরা প্রস্তুত আছি। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সকলের। স্কুল জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, বন্ধুদের সাথে মিলে শারদীয় দূর্গোৎসবের পূজা মন্দিরে ঘুরে ঘুরে উৎসব উপভোগ করেছি। বেশি লোকসমাগমের কারণে মন্দির চত্বরে জটলা তৈরী হতে পারে। এ জন্য স্ব-স্ব মন্দিরে স্বেচ্ছাসেবী গঠনের গুরুত্বারোপ করেন তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, শারদীয় দূর্গোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। কেহ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কঠোরহস্তে দমন করা হবে। বিভিন্ন ইউনিয়নে পূজামন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর প্রদান পূর্বক তাদেরকে মতবিনিময় সভায় পরিচয় করিয়ে দেন। সেই সাথে নিজের মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৩৬০০ প্রদান করে যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ করার জন্য পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।