Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় পদ্মা নদীতে অভিযানে ৩জনের জেল ১২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষা অভিযানের ষষ্ঠদিন গতকাল ১২ই অক্টোবর ইলিশ শিকারের দায়ে জেলে করিম মন্ডল, মতিন মন্ডল ও আজিবর প্রামানিককে প্রত্যেকের ২০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
দন্ডিত করিম মন্ডল ও মতিন মন্ডল বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে। এছাড়া আজিবর প্রামানিক বাহাদুরপুর ইউপির রঘুনন্দনপুর গ্রামের মৃত মজিদ প্রামানিকের ছেলে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাদেরকে কারাদন্ডাদেশ প্রদান করেন।
জানাযায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালাম ও বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমানের সমন্বয়ে গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উল্লেখিত ৩জন জেলেকে আটক, ১২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, এরআগে গত ১০ই অক্টোবর রাতে ভ্রাম্যমান আদালতে আলাউদ্দিন খাঁ(৪২) নামের ১জন জেলের ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। দন্ডিত আলাউদ্দিন খাঁ পাংশা উপজেলার হাবাসপুর ইউপির গণি খাঁর ছেলে।
এছাড়া অভিযানের তৃতীয় দিনে ইলিশ শিকারের দায়ে চর আফড়া পশ্চিমপাড়া গ্রামের সবেদ প্রামানিক, ফরহাদ মন্ডল ও মনছের শেখকে আটক করা হয়। তাদের ৩জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গতকাল ১২ই অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে মোট ৭জনকে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান হয়।