Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে রাজবাড়ীতে ৮জেলের ২০দিনের জেল॥৫হাজার মিটার জাল ধ্বংস

॥স্টাফ রিপোর্টার॥ চলমান মা ইলিশ রক্ষা অভিযানের ৪র্থ দিনে গতকাল ১০ই অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮জন জেলেকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে ১০ কেজি মা ইলিশ এবং ৫হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইলিশ এতিমখানায় প্রদান এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য অফিসার মোঃ মোজিনুর রহমান জানান, গত ৯ই অক্টোবর গভীর রাত থেকে গতকাল ১০ই অক্টোবর সকাল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলাধীন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশসহ ৮জন জেলেকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুজ্জামান খান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত জেলেদের প্রত্যেককে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত জাল পদ্মার পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়।
এছাড়া নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর পাংশা উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৩জন জেলেকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত তাদেরকে ৭দিন করে কারাদন্ড প্রদান এবং জব্দকৃত ৪হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
অপরদিকে কালুখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা’র ভ্রাম্যমান আদালত ৭জন জেলেকে ৩০হাজার মিটার কারেন্ট জালসহ আটক ও ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। পরে এদের মধ্যে ৬জনকে ২০দিন করে কারাদন্ড এবং ১জনকে ৫হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় প্রদান ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।