Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা

॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের উন্নয়নের বিষয়ে গতকাল ১০ই অক্টোবর সকালে কলেজের শিক্ষকদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে তবে তা ঘুমিয়ে নয়। চোখ খোলা রেখে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবে পরিণত করতে হবে। ঘুষ-দুর্নীতি, সন্ত্রাসকে না বলে সকলকে সোচ্চার হতে হবে। সমাজ থেকে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধ করতে হবে। তিনি কলেজের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং ছাত্র-ছাত্রীদের ঠিকমত লেখাপড়া করাসহ পিতা-মাতাকে সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সাগরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রেবেকা বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, রাজবাড়ী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, বহরপুর কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদুজ্জামান হক, মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, মাজবাড়ী সিদ্দিকীয়া আহম্মেদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম হেলাল ও শিক্ষক আঃ জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার পূর্বে কলেজের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।