॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ নিরাপদ খাদ্যের সংকট নিরসনে বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ২০১৫ সাল থেকে নিজ প্রচেষ্টায় প্রাকৃতিক কেঁচো কম্পোস্ট জৈব সার উৎপাদন করে প্রান্তিক কৃষকদের সহযোগিতা করে চলেছেন রুহুল আমিন বুলু।
কম খরচে নিরাপদ ফসল উৎপাদনের জন্য তিনি ভার্মী কম্পোস্ট, নিম নির্যাস উৎপাদন শুরু করেন। ভার্মী কম্পোস্ট, নিম নির্যাস ব্যবহার করে কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদনকরে লাভবান হচ্ছে নিরাপদ সবজি চাষীরা। এই সবজি নিরাপদ ও বিষমুক্ত হওয়ার কারণে ক্রেতারা আকৃষ্ট হয়ে বেশী দাম দিয়ে ক্রয় করছে। সে কারণে কৃষকরা লাভবান হচ্ছে। মাটি ফিরে পাচ্ছে তার জীবনী শক্তি। পরিবেশ বান্ধব বলে কৃষি বিশেষজ্ঞরা একে সমর্থন জানাচ্ছে। কৃষকদের মধ্যে এই সারের ব্যবহার বৃদ্ধি ও সুফল পাওয়ার কারণে প্রান্তিক কৃষাণীরা কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করে নিজ বাড়ীর আঙিনায় লাউ, পেপে, পুঁইশাকসহ বিভিন্ন সবজি উৎপাদন করে লাভবান হচ্ছে।