॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে।
গতকাল ৯ই অক্টোবর সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, জেলা তথ্য অফিসার(অঃ দাঃ) মুঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা ও উপজেলা শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের অংশগ্রহণে বিভিন্œ গ্রুপে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
উল্লেখ্য, মেলার উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অতিথিগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালীতে অংশগ্রহণ করেন। আজ ১০ই অক্টোবর এই শিশু মেলা সমাপ্ত হবে।