Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার এলসিএস ১৫কর্মী পেল ১৭লক্ষ টাকা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার “দক্ষিণ-পশ্চিম আঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সড়ক রক্ষনাবেক্ষণের জন্য ১৫জন মহিলা শ্রমিককে ১৭লক্ষ ১০হাজার ১২৮টাকা প্রদান করা হয়েছে।
গতকাল ১২ই ডিসেম্বর দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী তাদের হাতে চেকের টাকা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক জিনাত আরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট এম.এ খালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান.এ শামীম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ও উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ জানান, জাইকার অর্থায়নে এ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণের জন্য জেলা সদরের ১৫জন এলসিএস কর্মীদের মধ্যে এই টাকা প্রদান করা হয়েছে।