॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে যৌনপল্লীতে বিক্রির প্রাক্কালে এক গৃহবধু (৩০)কে উদ্ধার করেছে। সেই সঙ্গে মোঃ সেলিম রেজা(৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বেড়ানোর কথা বলে ওই গৃহবধুকে প্রায় এক সপ্তাহ অন্যের বাড়িতে রেখেছিল। সে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্পের মৃত আলমগীর হোসেনের ছেলে। ওই গৃহবধুর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায়।
থানা পুলিশ জানায়, গত রবিবার দুপুরে স্থানীয় লোকজন থেকে পুলিশ জানতে পারে উপজেলার চর দৌলতদিয়া দুলাল বেপারী পাড়ার শহিদ মোল্যার বাড়িতে এক গৃহবধুকে নিয়ে সেলিম রেজা এক সপ্তাহ ধরে অবস্থান করছেন। তাদের চলাফেরা দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। গত ৭ই অক্টোবর দুপুরের দিকে সেলিম রেজা ওই বাড়িতে বাজার থেকে বাজার-সদাই করে গেলে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে সঠিক কোন সুদত্তর দিতে না পারায় তাকে আটক করে। পরে ওই গৃহবধুর কাছ থেকে জানতে পারে সম্পর্কে সেলিম রেজা খালাতো দুলাভাই হন। তাকে ভালো বেতনে চাকুরী দেবার কথা বলে দূর সর্ম্পকের এক আতœীয়ের বাড়ি পরিচয় দিয়ে সেলিম রেজা গৃহবধুকে গত ৩০শে সেপ্টেম্বর ওই বাড়িতে আনেন। এক সপ্তাহ পার হলেও চাকুরীর ব্যবস্থা করে দেয়নি। গৃহবধুর কাছ থেকে বিষয়টি জানার পর উদ্দেশ্য ভালো না বুঝতে পেরে গ্রামবাসী সেলিম রেজাকে গাছের সাথে বেঁধে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ গত রবিবার বিকেলেই ঘটনাস্থল থেকে গৃহবধু এবং সেলিম রেজাকে উদ্ধার করে। সেলিম রেজা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কিছু অখ্যাত পত্রিকার পরিচয়পত্র দেখায়। এ সময় গৃহবধু সংসারের অভাবের কারণে ভালো বেতনে চাকুরী দেবার কথা বলে এখানে নিয়ে এসেছে বলে জানায়। সেই সঙ্গে প্রয়োজনে তাকে বিয়ে করবে বলেও আশ^াস দেয়। পরে গৃহবধুর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে দৌলতদিয়ার যৌনপল্লীতে বিক্রির উদ্দেশ্যে গৃহবধুকে পল্লীর কাছাকাছি গ্রামে এনে রাখে। সেলিম রেজা যৌনপল্লীর বাড়িওয়ালাদের সাথে গৃহবধুকে বিক্রির জন্য দরদাম করছিল এবং বিক্রির সুযোগের অপেক্ষায় ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী বলেন, পরিবারের অভাবের সুযোগকে কাজে লাগিয়ে দূর সর্ম্পকের শ্যালিকা গৃহবধুকে বিক্রির উদ্দেশ্যে যৌনপল্লীর কাছাকাছি দুলাল বেপারী পাড়া গ্রামে এনে রাখে। এক সপ্তাহ রাখার পর গত রবিবার বিকেলে এ ধরনের সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ওই গ্রাম থেকে গৃহবধুকে উদ্ধার এবং কথিত দুলাভাই সেলিম রেজাকে গ্রেপ্তার করে। এতে করে অল্পের জন্য ওই গৃহবধু অন্ধকার জীবনের হাত থেকে রক্ষা পেল। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধুর স্বামী বাদী হয়ে সেলিম রেজাকে অভিযুক্ত করে থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেছে।
গতকাল সোমবার দুপুরে গৃহবধুর জবানবন্দী রেকর্ড ও গ্রেপ্তারকৃত সেলিম রেজাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দে অল্পের জন্য রক্ষা পেল গৃহবধু॥কথিত সাংবাদিক গ্রেফতার
