Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিএফএসএন ও ক্যাবের আয়োজনে রাজবাড়ীতে এডভোকেসী সেমিনার

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক(বিএফএসএন) ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাজবাড়ী জেলা কমিটির যৌথ উদ্যোগে গতকাল ৮ই অক্টোবর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘এডভোকেসী সেমিনার অন ফুড ইস্যুজ ফ্রম কনজুমার পারসপেক্টিভ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্যাব জেলা কমিটির সভাপতি ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং বিএফএসএন-ক্যাব সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সেমিনারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।